হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাটে গ্রীষ্মকালীন মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রতিযোগিতায় ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনে সামন্তসার উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে খেলে হাটুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। খেলা শুরু হওয়ার ৮মিনিট পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনিয়ম করলে গ্রীষ্মকালীন মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল খেলা বাতিল করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গোল রক্ষক বল ধরার পরে বিপক্ষ দলের একজন গোল রক্ষকের উপর আক্রমন করেন৷ তারপর দুই পক্ষে একপর্যায়ে তাদের হাতাহাতির পরে সংঘর্ষ বেধে যায়৷ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, সামন্তসার উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে খেলে হাটুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ অপর দিকে কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনিয়ম করছেন৷ তারজন্য এই তিন স্কুলের ফুটবল খেলা বাতিল করা হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই তিন প্রতিষ্ঠানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যকার খেলা ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে।