রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৩৬

গোসাইরহাটে ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

ফেব্রুয়ারি ২৩, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:

শরীয়তপুরের গোসাইরহাটে গুড়া মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় মেসার্স রওশন আরা রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করায় একই বাজারের মেসার্স ভাণ্ডারী বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২৩ফেব্রুয়ারী জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের মিনিটরিং অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় এই জরিমানা করা হয়।

অভিযানে পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুজন কাজী। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

এসময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক সুজন কাজী বলেন শরীয়তপুর জেলার প্রত্যেকটি উপজেলাধীন বাজার গুলোতে মনিটরিং পর্যায়ক্রমে করা হছে এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা খাদ্যে ক্ষতিকর রং ও কেমিকেল ব্যবহার করবে তাদের ছাড় দেয়া হবেনা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur