শাহেদ আহম্মেদ বাবু,গোসাইরহাটঃ
গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং তা পরিবেশনের দায়ে সোহেল ফুটপার্ক নামে এক চাইনিজ রেস্টুরেন্ট এবং সাইন বোর্ড বিহীন একটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ২৭ জুলাই বিকেল ৫টায় গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং তা পরিবেশনের দায়ে সোহেল ফুটপার্ক নামে এক চাইনিজ রেস্টুরেন্ট এবং সাইন বোর্ড বিহীন একটি খাবার হোটেলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-৫২ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, গোসাইরহাট উপজেলার প্রতিটি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী, অবৈধ উপায়ে পণ্য সামগ্রী উৎপাদন এবং হোটেল রেস্তোরায় মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন বন্ধে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গোসাইরহাট থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগীতা করেন।