শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬

গোসাইরহাটে ভেকু দিয়ে ফসলি জমী খনন করার দায়ে ১ লাখ টাকা জরিমানা

এপ্রিল ৭, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:

শরীয়তপুরের গোসাইরহাট  উপজেলার আবাদী ফসলি জমী নস্ট করে বিনা অনুমতিতে অবৈধভাবে ভেকু দিয়ে খনন করার দায়ে মোঃ রিপন মাঝিকে ১ লাখ টাকা জরিমান, অনাদায়ে ৩মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৭ মার্চ বিকেল ৪ টায় উপজেলার  জুশুরগাও গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এ আদেশ দেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাস গুপ্ত।

মোঃ রিপন মাঝি(৪৬), ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের আনু মাঝির ছেলে।

উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাস গুপ্ত বলেন, অবৈধ  ভেকু দিয়ে দেশের ফসলি জমি নস্ট করে আসছে, যা মাটি ব্যবস্থাপনায় আইন ২০১০ এর সম্পন্ন অবৈধ তাই এইসব ভূমিক্ষয় থেকে গ্রাম অঞ্চলের ফসলের জমি রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত আছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur