মোহাম্মদ জামাল মল্লিক :
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে আর্থসামাজিক কাঠামোর মূল ধারায় সংযুক্ত করণে আশ্রয়ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। সোমবার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরধীপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান।
এসময় ডিজাইন ও ড্রয়িং অনুযায়ী ঘর নির্মাণ এর বিষয়ে সংশ্লিষ্ট সংকলকে নির্দেশনা দেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান ” কার্যক্রমের অংশ হিসেবে গোসাইরহাট উপজেলায় সুবিধাভোগীদের কাছে গরু,ছাগল ও ভ্যানগাড়ি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকসতা তাহামিনা চৌধুরী প্রমুখ।