সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:২০

গোসাইরহাটে ব্রীজের সাথে ধাক্কা লেগে লঞ্চের ৩ যাত্রী নিহত, আহত ২

অক্টোবর ২৩, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরের গোসাইরহাটে স্বর্ণদীপ প্লাস লঞ্চের ব্রীজের সাথে ধাক্কা লেগে লোহার পানির টাংকিতে পরে ৩ জন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে ২ জন।রবিবার ২৩ অক্টোবর ভোর সাড়ে ৪টায় গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ব্রীজের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে তানজি মোল্লা (২৩), টাঙ্গাইল জেলার সদর গ্রাম দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শাকিল আহমেদ (২৫), সাগর আলি (২৩) বোরহান আলি গ্রাম জামালপুর জেলার রগুনাথপুর দিঘলি সোনাটিয়া গ্রামের বোরহান আলীর ছেলে সাগর আলী (২৩) । আহতরা হলেন গাজিপুর জেলার শাহজালাল মিয়ার ছেলে হিরা (২৩), গেসাইরহাট উপজেলার শামচুর রাড়ীর ছেলপ সাগর রাড়ী (১৮)।

স্থানীয় ও যাত্রী সূত্রে জানা যায়, শনিবার ২২অক্টোবর রাত ১০ টায় ঢাকা সদরঘাট থেকে ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে স্বর্ণদীপ প্লাস লঞ্চ। রবিবার ২৩ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলায় আসলে কুচাইপট্টি ব্রীজের সাথে ধাক্কা লেগে লঞ্চের পানির ট্যাংকি ভেঙে যাত্রীদের উপরে পরে। এতে তিনজন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং দুজন যাত্রী আহত হয়। নিহত ও আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হয়েছে। আহত হিরার অবস্থা অসংখ্যজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার (ওসি তদন্ত) ওবায়েদুল হক বলেন, আমরা খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে চলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংকি টি ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকির নিচে চাপা পড়া পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিন জন মারা যায়। আহত একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur