গোসাইরহাট প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে শারমিন নামে এক গৃহবধূ গভীর রাতে বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার ৮এপ্রিল গভীর রাতে বাবার বাড়িতে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।
পুলিশ সুত্রে জানা যায়, নিতহ শারমিন ও তার স্বামী নলমুড়ি ইউনিয়নের পাচকাঠি গ্রামের পিতা মোবারক হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন। রাতে ঘুমাতে গেলে স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। কাটাকাটির একপর্যায়ে অভিমান করে বিষপান করে। তার স্বামী বিষের গন্ধ পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে শারমিনকে মুমূর্ষ অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুলতা রিপোর্ট করে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।