রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:২৬

গোসাইরহাটে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা ও শিশুদের মাঝে বই বিতরন

সেপ্টেম্বর ২৭, ২০২২            

মর্তজা ইরফান,স্টাফ রিপোর্টারঃ

নাহিম রাজ্জাক যুব সংঘ সংস্থা ও সমাজ কল্যাণ পাঠাগার শরীয়তপুরের গোসাইরহাটে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে পড়ুয়া কমলমতী শিশু কিশোরদের মাঝে বই বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার(২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় গোসাইরহাট উপজেলা সামন্তসার ইউনিয়নে এই বই বিতরন ও আলোচনারসভা অনুষ্ঠিত হয়।

এসময় মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হয় এবং শিশু কিশোরীদের বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ পড়াশোনার আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

নাহিম রাজ্জাক যুব সংঘ সংস্থা সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মোঃ মিলু মিয়া পেদার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক  মোঃ শফিকুর রহমান লিটন আকনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ে, সামন্তসার ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব সরদার, আবুল হাসেম মাস্টার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বেপরী, মাসুদ আহমেদ, আবদুল খালেক বেপারী, রুবেল রাড়ী সহ অত্র  পাঠাগারের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur