শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪১

গোসাইরহাটে পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে হারাতে তৎপর বিদ্রোহীরা

জুলাই ৩, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, কঠিন চ্যালেঞ্জের মুখে মেয়র প্রার্থী জাকির হোসেন দুলাল। (২-জুলাই)রোবার দুপরে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হয়ে দাশের জঙ্গল এলাকায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন দুলাল তার সমর্থক স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন দুলাল বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের প্রতি আস্থা রেখে তারা নৌকা মার্কায় পক্ষে কাজ করার জন্য এবং নৌকা মার্কায় ভোট দেয়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছে তাই আমি মনে করি আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার তাই নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত তিনি আরো বলেন কিছু চক্রান্তকারী মহল চক্রান্ত করেই যাবে বিজয় নৌকার হবেই হবে।

অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল আউয়াল সরদার,পট্রি এলাকায় গনসংযোগ করতে দেখা গেছে। আরেক দিকে পৌরসভা ৯নং ওয়ার্ড বাগানবাড়ি এলাকায় গনসংযোগ করেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মো. শাহজাহান।

গোসাইরহাট পৌরসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকির হোসেন দুলাল। একদিকে দলের প্রবীণ নেতাদের ক্ষোভ, অন্যদিকে দলিও কোন্দল কলহ- দুয়ে মিলে সঙ্কায় আছে ‘নৌকা’।

এর সঙ্গে নৌকার বিরুদ্ধে যোগ হয়েছে অতীতে কোন্দলে থাকা কিছু নেতারে এখানে আওয়ামী লীগ কয়েকটি ভাগে বিভক্ত থাকলেও এখন দুইভাগ দেখা যাছে। এক পক্ষ নৌকা প্রতীকের পক্ষে নামলেও আরেক পক্ষ অভিনব উপায়ে দলের বিদ্রোহী প্রার্থী দেওয়ান শাহজাহানের পক্ষে জগ প্রতীকে ভোট চাচ্ছেন। একইভাবে নৌকার বিপক্ষে নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে ভোট চাছেন  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল সরদার। উভয়ী নৌকার বিরুদ্ধে ভোটারদের বলছেন ভোট দিয়েন। সচেতন ভোটাররা বলছেন, আওয়ামী লীগ নেতাদের এ কৌশলে ‘নৌকা’ অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে।

অন্যদিকে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে পড়ে আরেক প্রার্থী জিয়াউর রহমান জমাদার অবস্থান নিয়ে হিসাব-নিকাশ নেই ভোটার বা প্রার্থীদের মধ্যে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শাহজাহান বলেন, আমি মনোনয়নের যোগ্য হলেও আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি তাই আমি নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা করতেছি। এসময় দেওয়ান শাহজাহান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাকে বিভিন্নভাবে দলীয় পদ থেকে পদচূত করতে চাপ হুমকি দেয়া হছে কিন্তু কোনো চাপ বা হুমকিতে ভয় পাইনা পৌরবাসী আমার সাথে আছে ১৭ জুলাই পর্যন্ত আমি মাঠে আছি আর নৌকার বিপক্ষে বিপুল ভোটে জয়লাভ কারার ব্যাপারে আমি শতভাগ আশাবাদি।

আরেক দিকে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদার বলেন, পৌরসভা মনোনয়ন প্রত্যাশী এবং যোগ্য দাবিদার ছিলাম আমি দুর্ভাগ্যবশত মনোনয়ন আমাকে দেয়া হয়নি তাই স্থানীয় পৌরবাসীর চাহিদা মোতাবেক তারা আমাকে ভোট দেবে এই আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন শুরু করি তবে দলীয় উদ্ধতম থেকে আমার উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ায় পদচ্যুত করার ব্যাপারেও হুশিয়ারি প্রদান করা হয়েছে এবং আমার কর্মী সমর্থক বৃন্দ নির্বাচনী প্রচার-প্রচারণা করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি মামলা মোকদ্দমা দিবে বলে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন আমি কোন রকম ভয়ভীতিকে পড়াও না করে স্থানীয় পৌরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে ১৭ তারিখ ভোটগ্রহণ পর্যন্ত মাঠে থাকবো এবং বিপুল ভোটে জয়লাভ করব।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur