মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:
শরীয়তপুরের গোসাইরহাটে পদ্মা নদীতে দাদির সাথে গোসল করতে গিয়ে দু’দিন ধরে নিখোঁজ ৬ বছরের শিশু বিথি আক্তার। গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পদ্মা নদীর পাড়ে গত রবিবার ৩ এপ্রিল দাদির সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু বিথি আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ বিথি আক্তার বয়স (৬)বছর মাদ্রাসার ছাত্রী তার পিতা বাবুল জমাদার (৩২) পেশায় একজন জেলে। বাবুল জমাদারের একমাত্র মেয়ে তার দাদির সাথে গোসল করতে গেলো নদীতে পড়ে হারিয়ে যায়।দু’দিন যাবত খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বিথি আক্তার কে।
৩ রা এপ্রিল রবিবার দুপুর দেড়টায় তার দাদি মজিতুন্নেসার(৫৫) সাথে গোসল করতে বাড়ির পাশে পদ্মা নদীতে গেলে শিশুকে গোসল করিয়ে নদীর পাড়ে দার করিয়ে তার দাদি গোসল করে কাপর পাল্টাতে একটু উপরে গেলে সেই মুহুর্তেই একটি ঢেউয়ের পানিতে একপর্যায়ে মেয়েটি ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার দাদি চিৎকার করে তাকে ডাকতে থাকে এবং স্থানীয়রা চেঁচামেচি শুনতে পেয়ে এসে খোঁজাখুজি করেও তাকে পায়নি।
এরপরে গোসাইরহাট ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে বরিশালের নদীর ফায়ার সার্ভিসের ডুবুরিদল কে অবহিত করলে বরিশাল ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের ডুবরি দল ১৬ ঘন্টা যাবত উদ্ধার অভিযান চালিয়েও বিথি আক্তারের কোন সন্ধান পাননি।
বরিশালের নৌ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন ঘটনা গতকাল আমরা শোনার পরেই সরোজমিনে এসে নদীতে নেমে কয়েক দফা খোঁজাখুঁজি করি নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া সম্ভব হয়নি দুইদিন যাবত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি এবং আজও আমাদের উদ্ধারের কাজ অব্যাহত আছে।