মোঃ সাহেদ আহমেদ, গোসাইরহাট:
১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোসাইরহাটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ মার্চ উপজেলা পরিষদ চত্বরে গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবস পালন করা হয়।
এসময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, গোসাইরহাট থানা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগন গোসাইরহাট উপজেলার মুক্তিযুদ্বা ও কমান্ড এবং গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সসামাজিক প্রতিষ্টানের ব্যক্তিবর্গ আনন্দ র্যালী করেন এবং একইসাথে সবার মুখে বঙ্গুবন্ধুর স্লোগানে মুখরিত ছিলো।
পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সরকারি বেসরকারি দলিও সংগঠনের ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।