হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের গোসাইরহাটে ভেজাল, নকল ও অবৈধ বিদেশি পণ্য বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে গোসাইরহাট উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার দাসের জঙ্গল বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত।
এ সময় ড্রাগ পরিদর্শকের সহায়তায় ঔষধের দোকানে অভিযান চালিয়ে ১২ ধরনের অনুমোদন বিহীন বিদেশি ঔষধ ও নকল মুভ মলম পাওয়া যায়। এসময় ড্রাগ আইন , ১৯৪০ এর ১৮ ধারায় সদর রোডের ঝুমুর ফার্মেসি বাচ্চু রঞ্জন দাশ কে ৩ হাজার টাকা, জনকল্যাণ ফার্মেসির প্রোপাইটর শুকুমার রায় কে ৩ হাজার টাকা ও সেবা মেডিক্যালের প্রোপাইটার সুভাষ চন্দ্র কে ১০ হাজার টাকাসহ মোট ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনসম্মুখে ঔষধগুলো বিনষ্ট করা হয়েছে।