মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৯

গোসাইরহাটে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজাল বিরোধী অভিযানে প্রশাসন

এপ্রিল ৫, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:

গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯  অমান্য করায় দুই ব্যবসায়ীকে প্রশাসনিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৫ এপ্রিল বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

এসময় গোসাইরহাট পৌরসভা অন্তর্গত কালিখোলা নয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ওজন নির্ধারণ অস্বাস্থ্যকর খোলা পরিবেশে খাবার তৈরি করা মূল্যতালিকা নির্ধারণ না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৩ ধারায় দুজন ব্যবসায়ীকে ৫০০ শত টাকা করে মোট একহাজার টাকা অর্থদণ্ড করা হয়।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এই অর্থদন্ড প্রদান করেন। এসময় তিনি বলেন রমজান মাস জুড়ে আমাদের এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

 

অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন গোসাইরহাট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসআই শহিদুল ইসলাম।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur