রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:১৯

গোসাইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ২শত জনের মাঝে বস্ত্র বিতরণ

অক্টোবর ১, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট প্রতিনিধিঃ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে প্রায় ২শত নারীর মা‌ঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকে‌লে উপ‌জেলার সামন্তসার ইউ‌নিয়‌নের তারলিয়া গ্রা‌মে বস্ত্র বিতরণ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। ঢাকা জজ কোর্টের আইনজীবী তারলিয়া গ্রা‌মের এড‌ভো‌কেট মিঠুন সাহার পক্ষ থে‌কে এই বস্ত্র বিতরণের আ‌য়োজন করা হয়।

জু‌শিরগাঁও সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সি‌বে উপস্থিত ছি‌লেন বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষ‌দ শরীয়তপুর জেলা শাখার সভাপ‌তি এ্যাড‌ভো‌কেট অ‌মিত ঘটক চৌধুরী।

বি‌শেষ অ‌তিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন গোসাইরহাট উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খা‌য়ের, সামন্তসার ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা আব্দুর রব সরদার, জা‌জিরা বিশ্ব‌বিদ্যাল‌য় ক‌লে‌জের প্রভাষক এ‌পিক দেবনাথ, উপ‌জেলা যুবলী‌গের সহ-সভাপ‌তি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur