শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৩

গোসাইরহাটে ঢুবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ৩১, ২০২৩            

সাহেদ আহমেদ, গোসাইরহাট থেকেঃ

শরীয়তপুরের গোসাইরহাটে ঢুবার পানিতে ডুবে শামিউল (১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার(৩১-মার্চ)দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুরচর বাজারের পাশে হাজী আশ্রাফ আলী বেপারী পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামিউল ঐ গ্রামের মো.সুফিয়ান হাওয়লাদারের ছোট ছেলে। সুফিয়ান ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তার মা শামিউলকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুজাখুঁজি করে এবং অন্যান্য বাড়িতেও খুজঁতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এরপরে বাড়িরপাশে গরুর ঘরের গোবরের পচা ময়লার ঢুবায় পানিতে ভাসতে দেখা য়ায় শামিউলের দেহ। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে তার পরিবার নিশ্চিত করেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur