গোসাইরহাট প্রতিনিধিঃ
জেলা প্রশাসক শরীয়তপুরের নির্দেশে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায়ীদের উপর অভিযান চালিয়েছে গোসাইরহাট উপজেলা প্রশাসন।এসময় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার কারনে ১৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার(২-আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।
সুজন দাশ গুপ্ত বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সরকার রাজস্ব হারায়। এটা স্থানীয় সরকারের রাজস্ব খাতকে ক্ষতিগ্রস্ত করে ফলে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটে। তাই জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে শরীয়তপুরের সকল উপজেলায় এই অভিযান চলমান রয়েছে। আজ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১টি মামলার মাধ্যমে ১৬হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের অনুরোধ করা হয়েছে। এই অভিযানে উপজেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্য সহায়তা করে।