মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৬

গোসাইরহাটে জুতা হারোনোকে কেন্দ্র জেলে খুন

আগস্ট ২০, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে পারিবারিক দ্বন্দ্বে মনির হোসেন বেপারী (৪৫) নামে এক জেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত মনির হোসেন বেপারী ছৈয়ালকান্দি গ্রামের ইসমাইল বেপারীর ছেলে।

এ ঘটনায় রোববার (২০ আগস্ট) সকালে নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে গোসাইরহাট থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সাত আসামি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো শুকুর আলী বেপারী (৪৫), আশিক বেপারী (২৭), রকিব বেপারী (২৯), খালেক বেপারী (৩৭), শহীদ বেপারী (৫৮), লিটন মুন্সি (৩৫) এবং হুসনে আরা বেগম (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ছৈয়ালকান্দি গ্রামে শহিদ বেপারীর স্ত্রী ফিরোজা বেগমের জুতা হারোনোকে কেন্দ্র করে একই বাড়ির মনির বেপারীর স্ত্রী নাজমা বেগমের সঙ্গে ঝগড়া হয়। ঐ রাত ১০টায় ঝগড়ার মীমাংসা করার জন্য মনির হোসেন বেপারীর বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

মনির হোসেন বেপারীর ঘাড়ে লোহার রড ঢুকিয়ে দেয় আশিক বেপারী। রড ঢুকানো অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোসাইরহাট থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক বলেন, ‘আমরা এজাহারভুক্ত ৯ জন আসামীর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur