বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৯

গোসাইরহাটে জাটকা ইলিশ সংরক্ষন সপ্তাহে নদীতে টলার র‍্যালি

মার্চ ৩১, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:

গোসাইরহাট জাটকা ইলিশ সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলে ও বিভিন্ন আরতদারদের নিয়ে নদীতে টলার নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১মার্চ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির আগে ৬ নং কোদালপুর লঞ্চঘাটে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলেদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসিবুল হক, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার প্রমুখ।

এসময়ে বিভিন্ন জেলেরা তাদের টলার যোগে ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ এই শ্লোগানে বায়ধ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে অনুষ্ঠানে যোগদান করেন এবং তাদের নিয়ে আলোচনায় জাটকা সংরক্ষণের জন্য জেলে ও আরতদারদেরকে বিশেষ পরামর্শ দেন উপস্থিত অতিথি বৃন্দ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur