হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুরে মিরহা ও নাবা ফ্যাশন নামের পোষাক কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৮ ফ্রেরুয়ারী গার্মেন্টস ফ্যাক্টরির উদ্বোধন করেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, এসময় তাকে ফুল দিয়ে বরন করেন ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোজাম্মেল হক মুসা হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান সিকদার, ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ভাইসচেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান সরদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী ও সাধারন সম্পাদক আলআমিন সিকদার, যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা ও সাধারন সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও এই গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছেন। স্থানীয়রা এবং এই গার্মেন্টস ফ্যাক্টরির মহিলা পুরুষ শ্রমিকরা গ্রাম অঞ্চলের সকলেই অত্যন্ত গ্রামাঞ্চলে এরকম একটি গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।