মো. সাহেদ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুর গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে রুনা (১৮) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলওলপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। নিহত রুনা রশিদ হাওলাদার কান্দি গ্রামের মুহাম্মদ সরকারের চার সন্তানের মধ্যে ছোট মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুনা মাথায় সমস্যা মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে যায় আবার নিজের ইছায় ফিরে আসে। শুক্রবার বিকেল ৩ ঘটিকায় পরিবারের সবার অজান্তে তার বাবার ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুনা। ঘরের আড়ার সাথে রসি দিয়ে গলায় ফাসঁ দেয়া অবস্থায় তার বোনের মেয়ে শারমিন দেখতে পেয়ে কান্না ও চেঁচামেচি করতে থাকে। তার কান্নাকাটি শুনে বাড়ি ও আশপাশের লোকজন, আসে এরপরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোসাইরহাট থানার এস আই মতিউর রহমান বলেন, মেয়েটি মানষিক ভারসাম্যহীণতা ছিল বলে তার মা জানান। লাশ পোষ্ট মর্টেমের জন্য থানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা করা হবে। আগামীকাল শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে।