শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১০

গোসাইরহাটে উত্তরণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

এপ্রিল ২৪, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১ হাজার ৫০০ জনের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বস্ত্র (শাড়ি কাপড় ও লুঙ্গি) সহায়তা কর্মসূচি প্রদান করা হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও গোসাইরহাট উপজেলার হাটুরিয়া জমিদার পরিবারের সন্তান এম চৌধুরী গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধুরীর সহযোগিতায় গোসাইরহাট থানা কম্পাউন্ড ও নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া মিয়া বাড়ি জামে মসজিদ মাঠে এই বস্ত্র সহায়তা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার এস,এম, আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম,  গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. শাহজাহান।

আরো উপস্থিত ছিলেন নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার সরদার, কোদালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, নলমুড়ি ইউপি সদস্য শামীম পেদা, মোয়াজ্জেম খান, গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম উপল প্রমূখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur