শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:২৪

গোসাইরহাটে ইয়াবা সহ ৮ মাদক মামলার আসামী আটক

জানুয়ারি ২৫, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসারহাট:

গোসাইরহাট তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন উরফে আলো সিকদারকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৫ জানুয়ারী সকালে গোসাইরহাট থানার এস আই মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের মহেশ্বর পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আলো সিকদার গোসাইরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মহেশ্বর পট্টি গ্রামের মৃত জলিল সিকদারের ছেলে। আলো সিকদার (৩৫) নামে মাদক নিয়ন্ত্রণ আইনে ৮ টি মামলা রয়েছে। একাধিক মাদকসহ আটক করে জেল হাজতে পাঠানো হয় কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক বিক্রির সাথে জরিয়ে পরে বলে জানান গোসাইরহাট থানা পুলিশ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur