হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে কামরুল হাসান কাজী (৩২) নামের এক মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাজাসহ আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। শুক্রবার ১৭ জুন রাত ৯ টায় আলওলপুর ইউনিয়নের ছবর আলী কাজী কান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী কামরুল হাসান কাজী আলওলপুর ইউনিয়নের ছবর আলী কাজী কান্দি গ্রামের হাজী জালাল কাজির ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ আসলাম সিকদারের নির্দেশেক্রমে এস আই মনিরুজ্জামান নেতৃত্বে এস আই অনির্বান সরকার ও ফোর্স মাদকবিরোধী অভিযানে আলওলপুর ইউনিয়নের ছবর আলী কাজী কান্দি গ্রামের হাজী জালাল কাজির ছেলে মাদক কারবারি কামরুল হাসানকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ও গাজা যার মুল্য ৩৯০০ টাকা উদ্ধার করে।
আটক কামরুল হাসান কাজীকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।