মোঃ সাহেদ আহমেদ, গোসাইরহাট:
গোসাইরহাট উপজেলায় আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ এপ্রিল সরকারি শামসুর রহমান অডিটরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠন প্রয়াত নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক এবং গোসারহাট আওয়ামী পরিবারের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, সহকারী সামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক মোল্লা, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিকদার, গোলাম রব্বানীর শাকিল চৌধুরি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কোতোয়াল মোঃ টিপু সুলতান, মোঃ আবুল খায়ের সিকদার সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোসাইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ফরাজী, সোহাগ মৃধা, উজ্জ্বল মাতুব্বর, জাহিদুল ইসলাম উপল, শেখ রাসেল , হানিফ সরদার সহ স্মৃতিতে আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ।