শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:১৪

গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল জব্দ আটক দুইজন

সেপ্টেম্বর ২৪, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

গোসাইরহাট দাসের জঙ্গল বাজারে ভ্রামমনা আদালতের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়েছে। এ সময় ১জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন এক্সিকিউট ম্যাজিস্টেট ও গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন গুপ্ত। মোহাম্মদ নুরুজ্জামান ক্ষেত্র সহকারী (রাজস্ব) সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় গোসাইরহাট শরীয়তপুর। গোসাইরহাট থানার এস আই মনিরুজ্জামান, কনস্টেবল সোরাব ও মোজাম্মেল, ৩ ঘন্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৫ টি দোকান ও দুইটি গোডাউন থেকে প্রায় ১৪ হাজার চার শত মিটার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ্য চোয়াল্লিশ হাজার টাকা। জাল সহ মনির হোসেন চৌকিদার (২৪) সহ ২ ব্যবসয়ীকে আটক করেছেন।

মনির হোসেন চৌকিদারকে জনসম্মুখে অবৈধ জাল বিক্রয়ের দায়ে ভ্রামমান আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ দ্বারা ১ বছর জেল দশ হাজার টাকা জরিমানা করেন। অন্য একজনকে অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৬ এর ৩ ধারা লংঘন করিয়াছেন ৬ দ্বারায় ৩ দিন জেল ৩০০০০ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জনসম্মুখে এইসব অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur