শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৪

গোসাইরহাটে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জুন ২৯, ২০২২            

মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুরে ছাই হয়ে গেছে।  অগ্নিকাণ্ডে দোকানে থাকা মালামাল ও আসবাবপত্র পুরে প্রায়  ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।মঙ্গলবার (২৮ শে জুন) রাত সাড়ে ১১টায় গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৮ জুন রাত ১১ টায় একটি মুদির দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করে আশপাশের লোকজন ডাকাডাকি করতে থাকে,এর মধ্যে মুহুর্তে আগুন ছরিয়ে পরে পাসে থাকা আরো কয়েকটি দোকানে।এসময় গোসাইরহাট উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগন হলেন, হাবিব বেপারী (৪০) সারপর দোকান। আয়য়েজউদ্দিন মৃধা(৪৫) মুদি দোকান। সাদ্দাম বেপারী(৩০) মুদি দোকান। আলাউদ্দিন(৩৪) সুতা, জাল ও বিজের দোকান। শামিম মৃধা(৩৪) মুদি + মুরগি দোকান, সুবাস সেলুনের দোকান (৩২), মোজাম্মেল মুদি দোকান(২৩), নজরুল(২৩)মুদি + মুরগির দোকান।

গোসাইরহাট উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সেলিম মিয়া জানান রাতে সাড়ে এগারোটার দিকে আমাদেরকে ফোন দিয়ে আগুনের তথ্য জানালে সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়রা সহ আমাদের আটজন দমকল কর্মী দুই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি এবং ৭ থেকে ৮ লক্ষ্য টাকার ক্ষতি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur