হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
গাজিপুর থেকে অপহরণ করা দশম শ্রেণির স্কুলছাত্র নাহিদকে (১৫)কে শরীয়তপুরের জাজিরা থেকে উদ্ধার করেছে পুলিশ। নাহিদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মানিক মিয়ার পুত্র। মানিক মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় বসবাস করছেন।
টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা গেছে, গেল ২৫ মে বিকালে পূর্ব আরিচপুর এলাকা থেকে নাহিদকে প্রতারণামূলক অপহরণ করে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় নিয়ে যায় একটি অপহরণচক্র। পরবর্তীতে পুত্রের খোঁজ না পেয়ে টঙ্গী পূর্ব থানায় জিডি করেন মানিক মিয়া।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক ইয়াসিন আরাফাত বলেন, পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদের নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানের প্রস্তুতি নেয় পুলিশের একটি দল। পরে শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকেনগর কলেজগেট এলাকায় ওহাবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি কক্ষে অবরুদ্ধ অবস্থায় গত ২৮ মে রাত ৩টার দিকে নাহিদকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রতন মিয়াকে (৩০) হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি ওই থানার কিনাউল্লাহ মাতাব্বকান্দি গ্রামের চাঁন মিয়ার পুত্র।
আরাফাত আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া পুলিশকে জানায়, তার অপর সহযোগী নোয়াব খান ও মো. শাহিন বেপারীর সহায়তায় নাহিদকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকা থেকে প্রতারণা করে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের জন্য এক লক্ষ টাকা দাবি করে অপহরণচক্রটি।