মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:
খুলনায় পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেডের ৬ কোটি ৫০ লাখ টাকার বীমা দাবীর চেক গ্রাহকদের মধ্যে হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ মে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল রুমে এই চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকন বি এম শওকত আলী, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান, উপ পরিচালক কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, সৈয়দ সুলতান মাহমুদ প্রমুখ।
সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম রুবেল।