হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশে নিত্যপন্যের যথেষ্ট মজুদ রয়েছে। রমজান মাসে দ্রব্যমূ্ল্য বাড়ার কোন কারণ নাই। এরপরে যদি কোন ব্যবসায়ী বেশি মুনাফার আশায় পন্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা করলে আইনী ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে আয়োজিত ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, রমজান মাস হচ্ছে আত্মসংযমের পবিত্র মাস। এই মাসে অনেক দেশে ব্যবসায়ীরা মুনাফা কম করে। কিন্তু বাংলাদেশে এর উল্টো চিত্র দেখা যায়। অনেক সময় দেখা যায়, রমজান মাস আসলে অনেকেই পুরো মাসের বাজার একবারে করে ফেলে। এতে পন্যের সংকট দেখা দেয়। আর ব্যবসায়ীরা এর সুযোগ নেন। এ ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান মন্ত্রী টিপু মুন্সি।
ডিজিটার ব্যবসার ধারণা দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেজ প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বিত উদ্যোগে দিনব্যাপী এই এক্সপো আয়োজন করা হয়।
শুভেচ্ছা বক্তব্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে এই প্রথম আমার উপজেলায় ‘ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো’ আয়োজন করায় এবং বানিজ্যমন্ত্রী আগমন করায় আমি গর্বিত। এ ধরনের উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ডিজিটাল মার্কেটিং এর ধারণা পাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আকতার হোসেন, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
ঢাকা সহ সারা দেশের ৭০টি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে এক্সপো স্টল বরাদ্দ দেয়া হয়। উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্যসামগ্রি স্টল প্রদর্শন করেন।