শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫২

কোটাপাড়ায় কৃষিজমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার অপরাধে ৫০ হাজার  টাকা জরিমানা

ফেব্রুয়ারি ৫, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর  সদর উপজেলার  পালং ইউনিয়নের পূর্ব কোটাপাড়া কীর্তিনাশা নদীর পাড়ে কৃষিজমি হতে মাটি কেটে ইট ভাটায় নেয়ার অপরাধে ৫০ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ ফেব্রুয়ারি)  শরীয়তপুর  সদর উপজেলার  পালং ইউনিয়নের পূর্ব কোটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন এর যৌথ অভিযানে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ( সংশোধিত) আইন, ২০১৯ আইনে মোহাম্মদ ব্রিকস কে ৫০  হাজার টাকা অর্থদণ্ড  আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়।

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন হলেও নড়িয়া উপজেলার সাথে সীমানা সংক্রান্ত অস্পষ্টতা থাকায় শরীয়তপুর জেলা প্রশাসক এর কার্যালয় এর  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  বাসিত সাত্তার মামলা নিষ্পত্তি করেন।

সাথে উপস্থিত ছিলেন  শরীয়তপুর সদর  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এবং  অভিযানে সহযোগিতা করে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী  পরিচালক  রাসেল মনির ও পালং থানা পুলিশের সদস্যগণ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur