মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:১৭

কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফেব্রুয়ারি ৩, ২০২৩            

শাওন বেপারী, স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কুদ্দুস বেপারীকে স্কুল কমিটি ও ছাত্র-ছাত্রীদের পক্ষ্য থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২-ফেব্রুয়ারী) শুরু হওয়া অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শরীয়তপুর ১ আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন অপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদারের।

উল্লেখ্য, জাজিরা উপজেলার বিলাসপুরের কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যলয়টি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৫৪ জন। শিক্ষার মান এবং সাংস্কৃতিক দিক থেকে জাজিরার অন্যতম সেরা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন বিলাসপুরের জনপ্রিয় চেয়ারম্যান কুদ্দুস বেপারী।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur