শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫১

কাগদী হযরত খান জাহান আলী (র.) জামে মসজিদের উদ্দ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জানুয়ারি ২০, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

কাগদী দক্ষিণপাড়া হযরত খান জাহান আলী (র.) জামে মসজিদের উদ্দ্যোগে ৪র্থ বার্ষিক পাক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি মসজিদ প্রাঙ্গণ বাদ আসর হইতে রাত ১২টা পর্যন্ত এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি.এম ইউসুফ আলী,

প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন, বিজ্ঞান ভিত্তিক কোরআন গবেষক, টিভি আলোচক ও ভাষ্যকার, পুরস্কার প্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ ইমাম ডা. হাফেজ মুফতী মাসউদুর রহমান জাহেদী। বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন মুফতী হাবীবুর রহমান, খাতিব স্থাতিউল বাহার জামে মসজিদ, ইসলামবাগ, ঢাকা, হাফেজ হযরত মাওঃ আব্দুর রব আশরাফী মুহতামিম, দেওভোগ নুরানী হাফেজিয়া মাদ্রাসা, হাফেজ মাওলানা দ্বীন ইসলাম শরীয়তপুরী।

বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা নেছার আহমেদ পীর সাহেব, কাগদী সিদ্দিকীয়া শরীফ শরীফ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বি এম শওকত আলী, মেসার্স মাদবর এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ রুহুল আমিন মাদবর,কাগদী দক্ষিণপাড়া হযরত খান জাহান আলী (র.) জামে মসজিদের সিনিয়র সজসভাপতি মোঃ তাইজুল ইসলাম মল্লিক, মোঃ আতিকুর রহমান ঢালী।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান বেপারীর সভাপতিত্বে ও অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনিরুল ইসলামের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কাগদী হযরত খান জাহান আলী (র.) জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জামাল মল্লিক, মোঃ ইদ্রিস মুন্সী, মোঃ মিজানুর রহমান মাদবর, রিয়াজুল মাদবর, আনোয়ার বেপারী, সিরাজুল ইসলাম মাদবর, তানভীর ইসলাম মল্লিক প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur