হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
সাবেক ডেপুটি স্পিকার, জাতীয় বীর কর্নেল(অব:)শওকত আলীর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চরসেনসাস ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্প ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচীর আওতায়য় সখিপুরের চরসেনসাস ইউনিয়নে পঙ্গুদের মাঝে হুইলচেয়ার, প্রবীণদের মাঝে উপকরণ বিতরণ, শ্রেষ্ঠ প্রবীণ, এবং শ্রেষ্ঠ সন্তান পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ নভেম্বর সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নে নড়িয়া উন্নয়ন সমিতি,নুসা’র বাস্তবায়েনে “সমৃদ্ধি কর্মসূচি”র স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় কনের শক ও তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নুসা’র কার্যকরী উপদেষ্টা ডা:খালেদ শওকত আলী।
এ সময়ের উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতির নুসা’র উপপরিচালক মো:কবির হোসেন, নুসা’র যুগ্ম-সমন্বয়কারী আমির হোসেন আমু।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগীতায় আয়োজিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন
ডা: মো:নাসির উদ্দিন, এমবিবিএস বিসিএস (সাস্থ্য)
সহকারী সার্জন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ভেদরগঞ্জ,শরীয়তপুর। ডা: নিশাত নাজনীন, এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য )সহকারী সার্জন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভে দরগঞ্জ,শরীয়তপুর। ডা:আব্দুল গফুর মন্ডল, মেডিকেল অফিসার নড়িয়া চক্ষু হাসপাতাল নড়িয়া,শরীয়তপুর।
ডাক্তারগণ মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, বাতব্যাথা, গাইনী, শিশুরোগ,চক্ষু রোগ সহ বিবিধ বিষয়ে ৪৫৩ জন রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।