শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:১৬

কর্ণেল (অব:) শওকত আলীর ৮৫ তম জন্মদিনে ফ্রি চক্ষু চিকিৎসা ও সেলাইমেশিন বিতরণ

জানুয়ারি ২৭, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত, মহান সংসদের সাবেক ডেপুটি স্পিকার, শরীয়তপুর ২ আসনের ৬ বারের এমপি, জাতীয়বীর কর্ণেল (অব:) শওকত আলীর ৮৫ তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও অসহয়দের মাঝে সেলাই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নানান কর্মসূচির মধ্যদিয়ে জাতীয়বীরের এই জন্মদিন উদযাপন করা হয়।

দিনব্যাপি কর্মসূচির মধ্যে সকাল ৮টায় জাতীয়বীর কর্ণেল (অব:) শওকত আলীর সমাধীতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পূস্পমাল্যা অর্পন করেন, কোরআন খতম,দোয়া মাহফিল, কর্ণেল (অব:) শওকত আলী চক্ষু ক্লিনিক উদ্বোধন ও ফ্রি চক্ষু চিকিৎসা সেবা , রক্তের গ্রুপ নির্নয়, অসহায় পরিবারের মাঝে সেলাইমেশিন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,জাতীয়বীর কর্ণেল (অব:) শওকত আলীর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলী,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলীর, ডা. তানিয়া খালেদ আলী, মেরিনা শওকত আলী, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur