হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী’র ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, ন্যায়বিচারে অ্যাক্সেস: চ্যালেঞ্জ এবং সমাধান ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র আয়োজনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ভবনে আলহাজ এডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ন্যায়বিচারে অ্যাক্সেস: চ্যালেঞ্জ এবং সমাধান ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট সালেহুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন নুসা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।
নুসা’র চেয়ারম্যান এড.ফিরোজ আহমেদের সভাপতিত্বে ন্যায়বিচারে অ্যাক্সেস: চ্যালেঞ্জ এবং সমাধান ” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের জিপি এড, আলমগীর মুন্সী, পিপি এড. মোঃ মির্জা হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড, আবু সাইদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নুসা’র কার্যকরি উপদেষ্টা ডা.খালেদ শওকত আলী, শরীয়তপুর পৌরসভার মেয়র ও এপিপি এড. পারভেজ রহমান জন, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নুসা’র উপপরিচালক ব্যারিস্টার উদয় শওকত আলী।