বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০০

কর্ণেল অবঃ শওকত আলীর সমাধিতে শরীয়তপুর জেলা মহিলা শ্রমিকলীগের শ্রদ্ধা নিবেদন

ডিসেম্বর ১৫, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার, শরীয়তপুর ২আসনের ৬বারের এমপি, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার, আগরতলা মামলার ২৬নাম্বার অভিযুক্ত, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় বীর কর্ণেল অবঃ শওকত আলীর সমাধিতে বাংলাদেশ মহিলা শ্রমিকলীগ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ফাতেমা পান্না সরদার, কার্যকরী সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক দিলারা বেগমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জানাগেছে, বুধবার ১৫ডিসেম্বর বিকালে বাংলাদেশ মহিলা শ্রমিকলীগের শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ফাতেমা পান্না সরদার, কার্যকরী সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক দিলারা বেগমেরসহ অন্যান্য নেত্রীরা নড়িয়া স্বাধীনতা ভবনে জাতীয় বীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur