ফোরহাদ ঢালী, স্টাফ রিপোর্টার:
সাভরে আশুলিয়ার ইউনিস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মম ভেবে হত্যা ও সারাদেশে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শরীয়তপুরে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২জুলাই বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র,ছাত্রীদেও আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, সহকারী শিক্ষক সাইদ মাহমু, গোপাল চন্দ সাহা, সবিতা রানী, ছিদ্দিকুর রহমান, মোতাহার হোসেন,
দুলালী পান্ডে, জাহানারা আক্তার, রেহানা পারভিন, সেলিম মিয়া, দীনেশ চন্দ দাস, মনিরুল ইসলাম ও বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীবৃন্দ।