শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০৬

উদ্বোধন হতে যাচ্ছে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল

জুলাই ২৯, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর।।

বেসরকারি উদ্যোগে শরীয়তপুর পৌরসভার পাশে শরীয়তপুর বাসির প্রত্যাশিত শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের যাত্রা শুরু করতে যাচ্ছে। স্বল্প খরচে সব শ্রেণীপেশার মানুষের চিকিৎসা সেবা দেবে প্রতিষ্ঠানটি। আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবা আর সব পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে কার্যক্রম শুরু করবেন প্রতিষ্ঠানটি।

আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত জনসাধারণের বিশেষায়িত সেবা গ্রহণে হাসপাতালে বিশেষ ভূমিকা রাখবে। ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা সেবা, শিশু ও কিশোর মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, নাক , কান , গলা রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞ, সার্জারী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, কার্ডিওলজি ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, চর্ম , যৌন , এলার্জী বিশেষজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যাত্রা শুরু করবে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল।

এছাড়াও শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল চালুকরা হয়েছে, আই সি ইউ সেবা, সিটি স্ক্যান, 4D কালার ডপলার, এন আই সি ইউ, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, কোলনস্কোপি, ল্যাপৱস্কপিক সার্জারী ও ২৪ ঘন্টা প্যাথলজিসহ বিভিন্ন সেবা প্রদানের নিশ্চয়তা রয়েছে। শুধু তাই নয় একদিন এটি দক্ষিণ বঙ্গের একটি প্রধান একাডেমিক হাসপাতাল হিসেবে গড়ে উঠবে বলে বিশেষজ্ঞ মহল আশা প্রকাশ করেছেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur