হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
শরীয়তপুররের ডামুড্যা উপজেলার ইসলামপুরে আগুনে আট দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। রবিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলা ইসলামপুর ভাঙ্গাব্রীজ সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হোটেলের একজন কর্মচারী আগুনে পুরে আহত হয়।
স্থানীয় ব্যবসায়ী সজিব জানান, উপজেলা ইসলামপুর ভাঙ্গাব্রীজ সংলগ্ন বাজারে রাকিবের হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই তা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে আমি ডামুড্যা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কালাচান মৃধা মুদি দোকান, রাকিব বেপারী হোটেল, আলমগীর মাঝী লেদের দোকান, আলী বাবর্চি ডেকোরেশন দোকান,
ফারুক ঢালীর জুদার দোকান, ও ঘর মালিক মমিন উদ্দিন মাদবরের ৩ টি খালি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা জানান, আগুনে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের দাবি জানান।