শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৮

ইসলামপুরে ১০ টি মসজিদে সহায়তা করলেন ইতালি প্রবাসী ফারুক বেপারী

মে ১৭, ২০২২            

ফোরহাদ ঢালী, স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১০টি মসজিদের উন্নয়নে ইতালী প্রবাসী ফারুক বেপারীর আর্থিক সহায়তা প্রনদান করেছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে খোধবা পড়ার জন্য স্পিকার, মাইক,মেশিন ও নগত অর্থ সহায়তা প্রদান করেন কুতুবপুরের সন্তান ইতালী প্রবাসী ফারুক বেপারী।

কুতুবপুরের সন্তান ইতালী প্রবাসী ফারুক বেপারী বলেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমাকে সুস্থ রাখেন এবং আপনাদের পাশে সবসময় থাকতে পারি।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur