রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৩৬

ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, ৪০ জনের প্রাণহানি

সেপ্টেম্বর ৮, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে বানতেন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটে। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়। দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, তাংগেরাং কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার মধ‌্যে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনও সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি জানান, মাদক সংক্রান্ত মামলার আসামিরা ওই ব্লকে ছিলেন। ওই ব্লকে ধারণ ক্ষমতা ১২২ জনের। তবে ধারণ ক্ষমতার অনেক বেশি আসামি সেখানে ছিলেন।

জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং কারাগারটি। সরকারি তথ্য মতে, ৬০০ জনের ধারণ ক্ষমতা থাকলেও ২ হাজারের বেশি আসামি সেখানে রয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur