মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে ইতালিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ২৩জুন ইতালির রোমের ফুড অব রোমা হল রুমে ইতালি আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এ সময় ইতালি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলনা আওয়ামী লীগ নিত্তোনু আওয়ামী লীগ, ছাত্র লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।