বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০৯

আশ্রয়ণ প্রকল্পের মানুষদের স্বাবলম্বী হতে কবুতর ও কবুতরের ঘর ও শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ৯, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী হতে কবুতর ও কবুতরের ঘর ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারী ) “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনা’র উপহার” প্রধানমন্ত্রী’র এ মানবিক উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনরা পেয়েছেন পাকা ঘর। এ পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা মেটাতে দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২০ টি পরিবারের মাঝে বিনামূল্যে খাঁচাসহ দুই জোড়া করে কবুতর ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

কবুতর বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান , উপজেলা সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ ।

 

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur