শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৭

আমি নির্বাচিত হলে ইসলামপুরের ৭ নং ওয়ার্ড হবে দুর্নীতিমুক্ত আধুনিক, দেলোয়ার সরদার

ডিসেম্বর ১২, ২০২১            

মেহেদি হাসান মুন্সী :

ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭নং ওয়়ার্ড মেম্বার পদে বিজয়ের লক্ষ্যে মোঃ দেলোয়ার সরদার ফুটবল প্রতিক নিয়ে দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, জয় করে নিচ্ছেন ভোটারদের মন।

মোঃ দেলোয়ার সরদার বলেন, আমি ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে দুর্নীতিকে বিদায় দিয়ে একটি উন্নত আধুনিক ওয়ার্ড হিসেবে গড়তে চাই। ইসলামপুর ইউনিয়নের এলাকার ঘুনেধরা ৭ নং ওয়়ার্ড বাসীকে নতুন রুপ উপহার দিতে চাই, যা ওয়ার্ড বাসীকে আগে কখনো কেউ পারেননি কোনো ওয়ার্ড ইউপি সদস্য উপহার দিতে। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এই ৭ নং ওয়ার্ডের জনগণ হবে এক একজন দেলোয়ার সরদার এবং জনগণের মতামতের ভিত্তিতেই করা হবে এই ওয়ার্ডের সকল উন্নয়ন কর্মকান্ড। তিনি আরো বলেন, জনতা সাড়া দিচ্ছে, জনতা কথা বলছে, জনতা শুনছে, জনতা স্বপ্ন দেখছে, বারবার প্রতারিত জনতা শেষ বারের মতো আশার আলোও দেখছে।

আমি আপনাদের প্রমাণ করে দেবো, জনতার এবারের স্বপ্নটা মিথ্যে ছিল না ছিল বাস্তব। আপনাদের সকল সমস্যা তুলে ধরার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি নির্বাচিত হলে আপনারা প্রতিটি টাকার হিসেব এবং নাজ্য অধিকার বুঝে নিবেন। তাই আপনার আপনাদের অধিকার বুঝে নিতে ২৬ শে ডিসেম্বর ফুটবল মার্কায় আপনাদের মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করুন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur