শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৪

আমি চেয়ারম্যান হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে কনেশ্বর, খালিদ হাসান মিলু

সেপ্টেম্বর ২০, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

তারুন্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়ার অংশ হিসাবে নারী ও শিশু নির্যাতন , দূর্নীতি , সন্ত্রাস ও মাদকমুক্ত কনেশ্বর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে তরুণ , মেধাবী , সৎ ও সুস্থ রাজনীতির প্রতিক , দলমত নির্বিশেষে সকলে প্রিয় কনেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে জনগণের সবার প্রিয় ডামুড্যা উপজেলা যুবলীগের সহসভাপতি কনেশ্বরের কৃতি সন্তান মোহাম্মদ খালিদ হাসান মিলু।

কনেশ্বর ইউনিয়নের সকল বয়সী ও শ্রেণি পেশার মানুষের পরিচিত মুখ ও আপনজন, মোহাম্মদ খালিদ হাসান মিলু মানুষের বিপদে-আপদে ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। অভাবী-কর্মহীন মানুষকে কাজের ব্যবস্তা করা,যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত-মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলা, মসজিদ-মাদ্রাসা-মন্দিরে সামর্থ অনুযায়ী সাহায্য সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাকে দেখা যায়।

তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়ন করতে এবারের নির্বাচনে কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থী হতে মাঠে নেমেছেন। মোহাম্মদ খালিদ হাসান মিলু নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান।
একইসাথে মাদক,সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি। এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা যায় মোহাম্মদ খালিদ হাসান মিলু- তরুণ,যুবক ও মুরব্বিদের সাথে তার সুন্দর আচার ব্যবহার দিয়ে তাদের মন জয় করার পাশাপাশি সৎ ও আদর্শিক নেতৃত্বের কারনে তারা এবার মোহাম্মদ খালিদ হাসান মিলুকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। ইতিমধ্যে কনেশ্বর ইউনিয়নের যুবসমাজ,ছাত্রসমাজ সহ সাধারণ জনগণ এবার দক্ষ সংগঠক মোহাম্মদ খালিদ হাসান মিলু’র পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন এবং ছাত্র শিক্ষক,শ্রমিক জনতা, বৃদ্ধ-বণিতাসহ সকল মতের শ্রেণি-পেশার মানুষ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ খালিদ হাসান মিলুকে চেয়ারম্যান হিসেবে চায়।

নির্বাচনে অংশগ্রহন প্রসঙ্গে মোহাম্মদ খালিদ হাসান মিলু বলেন,আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন,দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত। দেশরত্ন শেখ হাসিনার আদর্শকে সমুন্নত রেখে আমি দলমত নির্বিশেষে সকল জনগণের জন্য কাজ করতে চাই। তিনি বলেন , আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে কনেশ্বর ইউনিয়ন। সন্ত্রাস-দূর্নীতি- মাদক মুক্ত মডেল হবে কনেশ্বর ইউনিয়ন । আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur