হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম কোতোয়াল বলেছেন, আমরা শেখ হাসিনার সিদ্ধান্তকে ফরজের মতো মনে করি, জন্ম হয়েছে একবার মৃত্যুও হবে একবার, হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার সৈনিকদের দাবিয়ে রাখা যাবে না।বুধবার দুপুরে ডোমসার ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গসংগঠ-ডোমসার ইউনিয়ন পরিষদ ও ডোমসার বাজার কমিটি আয়োজনে, ডোমসার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডোমসার ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম কোতোয়াল একথা বলেন। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী, জননেত্রী শেখ হাসিনা জাকে মনোনয়ন দেন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করব ইনশাল্লাহ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা পরিষদের সদস্য মোঃ বোরহান মুন্সী। ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আলী আহমেদ খান, ডোমসার ইউনিয়ন পরিষদ সদস্য আলী আজগর খান, সদর উপজেলা যুবলীগ নেতা শহর আলী ফকির প্রমুখ।