বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:৫২

আন্দোলনের নামে বিএনপি-জামাতের খুন, অগ্নিসংযোগের বিরুদ্ধে সখিপুরে বিক্ষোভ

অক্টোবর ২৯, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

বিএনপি জামাতের নৈরাজ্য, খুন, অগ্নিসংযোগের বিরুদ্ধে সখিপুরে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য , শরীয়তপুর-২ (সখিপুর-নড়িয়ার) আসনে
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃখালেদ শওকত আলীর নির্দেশে শরীয়তপুর জেলার সখিপুর থানায় এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামিলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক হাজী দাদন সরদার, দক্ষিন তারবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার হামিদ চৌকিদার, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল প্রধানিয়া, আরশিনগর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি জালাল মাদবর, ডি এম খালি ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্নসাধারণ সম্পাদক মো: রোকন মাহমুদ, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মানিক, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেকুল সরকার, মাইন উদ্দিন লস্কর, সাবেক সখিপুর থানা যুবলীগের সম্মানিত সদস্য জিউয়াউল হক উকিল, সাহেদ বালা, মুরাদ বেপারী,আহম্মদ উল্যা মোল্যা, ফয়সাল মোল্লা, মানিক, হারুন অর রশিদ মালত (যুবলীগ নেতা সখিপুর থান) হারুন ছৈয়াল, লাল মিয়া মুন্সি, ডি এম খালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সরাফ উদ্দিন ঢ়ালী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ আহম্মেদ আসামী, চরকুমারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার মোল্লা, সদস্য সফি সিকদার, ডি এম খালি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী মান্নান, চরসেন্সাস ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান, দেলোয়ার জমদ্দার, মোক্তার প্রধানীয়া, সালেহ আহম্মেদ সরকার, আব্বাস আসামি,তার মাল, ফারুক বেপারী,সাহেব আলী মোসলমান, মো: আলী, সোবাহান, রিপন মাহিমুদ, শামিম মোল্যা, দুলাল সরকার সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, সহ আরো অনেক নেত্রীবৃন্দ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur