মোহাম্মদ জামাল মল্লিকঃ
শরীয়তপুর সদর উপজেলার আটং হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ মাহফিল ও মহা গ্রন্থ আল-কোরআনের নবীন ৬ হাফেজদের পাগড়ী ও তাদের পরিবারকে সন্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ডিসেম্বর) রাতে সদর উপজেলার আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগরি প্রদান অনুষ্ঠিত হয়।
আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্ব আটং হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগরি প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। আরও ওয়াজ করেন ডাঃ হাফেজ মুফতি মাসউদুর রহমান জাহেদী, হাফেজ মাওলানা মুফতি ওসমান গনী, হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডাক্তার মাহমুদুল হাসান ইমন প্রমুখ।