শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫১

অতিরিক্ত ভাড়া আদায়, শরীয়তপুরে ৫টি পরিবহনকে ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই ৮, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা থেকে ছেড়ে আসা ৫টি পরিবহন (বাস)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার শরীয়তপুর পৌর বাস টার্মিনালে গিয়ে এই জরিমানা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই।

অতিরিক্ত ভাড়া নেওয়ায় অপরাধে শরীয়তপুর পরিবহনকে ১০হাজার, গ্লোরী পরিবহন দুইটিকে ২০হাজার , বিআরটিসি পরিবহনকে ১০হাজার, শরীয়তপুর সুপার সার্ভিসকে ১০ টাকা জরিমানা করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, ঢাকা থেকে ঘরমুখো মানুষের কাছে দ্বিগুন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় ৫ টি পরিবহনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাধ্যমতো সচেষ্ট আছি। শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান স্যারকে সময়োপযোগী নির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur