শাওন বেপারী,স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি জাজিরা উপজেলায় অটোরিকশা-ভ্যান চুরি ভয়াবহ আকারে বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে ও তা বন্ধে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাজিরা উপজেলা শ্রমিকলীগ। রবিবার (১৫-জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা বাজারে উপজেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম মাদবরের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ করে উপজেলার শতাধিক অটোরিক্সা-ভ্যান শ্রমিকরা।
বিক্ষোভ সমাবেশে মূলনা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আঃ জলিল মাদবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শাহজাহান সরদার, সহ-সভাপতি মফিজ মল্লিক, স্থানীয় সমাজ সেবক সোহেল সরদার, মূলনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফজাল সরদার এবং সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদারসহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সম্প্রতি জাজিরা উপজেলায় অটোরিকশা-ভ্যান চুরি ভয়াবহ আকারে বৃদ্ধি পাওয়ার প্রতিবাদ করে তা বন্ধের লক্ষ্যে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান। পাশাপাশি শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও দাবী জানান উপজেলা শ্রমিকলীগ নেতারা।
উল্লেখ্যঃ অটোরিক্সা-ভ্যান চুরির প্রতিবাদে ও তার জন্য দ্রুত প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে বিকেলে উপজেলা শ্রমিকলীগের একটি বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও রবিবার প্রশাসন কর্তৃক ইউনুছ আলী(৩৫) নামে একজন চোর ধরা পরায় শ্রমিকলীগ বিক্ষোভ মিছিল না করে শুধুমাত্র বিক্ষোভ সমাবেশ করেন।